হাতের ছাপের সাহায্যে একটি মুরগীর বাচ্চার ছবি অঙ্কন

in hive-129948 •  2 months ago 

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ আবারও একটা নতুন ছবি এঁকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ছবিটা আমি একটু অন্যভাবে এঁকেছি । কয়েকটি ম্যান্ডেলা আর্ট করার পর আজ মনে হলো অন্য কিছু আঁকি। তখনই একটি সহজ আর সুন্দর পদ্ধতির কথা মাথায় আসলো। আর বসে পড়লাম খাতা আর পেন্সিল নিয়ে। আর তারপর খুব সহজেই আর কম সময়ে এঁকে ফেললাম একটি ছোট্ট মুরগির ছবি। এই ছবিটি আমি হাতের ছাপ এর সাহায্যে এঁকেছি। তাই খুব সহজেই সম্পূর্ণ করতে পেরেছি।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

IMG20230322155100.jpg

এটি হলো হাতের ছাপের সাহায্যে আমার আজকের আঁকা মুরগীর বাচ্চার ছবি।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
রবার
মার্কার
স্কেচ পেন

প্রস্তুত প্রণালী

IMG20230322155253.jpg

প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি সাদা কাগজ,পেন্সিল, রবার, মার্কার আর কয়েকটি স্কেচ পেন।

IMG20230322151538.jpg

IMG20230322151647.jpg

এবার কাগজের উপর হাত রেখে পেন্সিল দিয়ে তার ছাপ এঁকে নিলাম।

IMG20230322152258.jpg

এবার পেন্সিল দিয়ে মুরগীর বডি আর পা এঁকে নিলাম।

IMG20230322152722.jpg

IMG20230322152832.jpg

এবার এঁকে নিলাম মুরগীর ঝুঁটি, পালক, ঠোঁট আর চোখ।

IMG20230322153239.jpg

এবার মার্কার দিয়ে পুরোটাকে স্কেচ করে নিলাম।

IMG20230322153718.jpg

IMG20230322154541.jpg

IMG_20230322_173337.jpg

IMG20230322155100.jpg

IMG20230322160046.jpg

তৈরি হয়ে গেল আমার আজকের আঁকা মুরগীর বাচ্চার ছবি। আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন দিদি। মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে।আমাকে দিয়ে দেন।😂 আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন অংকনটি । অনেক ভাল লাগলো। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

আসুন দিদি নিয়ে যান আমি গেট খুলে বসে আছি।😂

😀👍আসছি। 🏃‍♀️

আপু আপনার এই ইউনিক আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার সৃজনশীলতা খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। আপনি হাতের ছাপের সাহায্যে খুব সুন্দর একটি মুরগীর বাচ্চার ছবি অঙ্কন করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত ইউনিক আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি সত্যিই খুব খুশী হয়ে গেলাম।

দিদি আপনার দেখি দারুন আইডিয়া ৷ হাতের ছাপে মুরগীর চিত্র অংকন ৷ অনেক সুন্দর লাগছিল দিদি ৷ একদম নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন ৷

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

আপনি অনেক সুন্দর করে মুরগীর বাচ্চার ছবি অঙ্কন করেছেন। আজকে আপনার অংকনটি খুবই অসাধারণ । এই ধরনের আর্ট গুলো করতে একটু সময় প্রয়োজন হয়। অনেক সুন্দর করে মুরগির অঙ্কনটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু আপনাকে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকার ভাবে মুরগীর বাচ্চার ছবি অঙ্কন করেছেন। মুরগির বাচ্চার অঙ্কনটি আমার কাছে অনেক ভালো লাগলো। অংকনটি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় দিয়ে মুরগির চিত্র অঙ্কন করেছেন। এবং অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে অঙ্কনটি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি তো দেখি হাতের চাপ দিয়ে খুবই সুন্দর একটি মুরগির বাচ্চা আর্ট করে ফেলেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগে যখন ইউনিক কিছু দেখি। এক কথায় দেখতে খুবই চমৎকার লেগেছে।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।