নারী দিবস উপলক্ষ্যে স্বরচিত নতুন কবিতা " নারীর জয়গান"

in hive-129948 •  3 months ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। প্রতিবছর ৮ ই মার্চ নারী দিবস বিশ্ব জুড়ে পালিত হয়। সর্ব প্রথম ১৯১৪ সালে ৮ ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়েছিলো।পরবর্তীতে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটিকে স্বীকৃতি দিয়ে পালন করা শুরু করে। বাংলাদেশে ১৯৭১ সালের দিকে নারী দিবস পালন করা হয়। পরবর্তীতে জাতিসংঘ স্বীকৃতি দেয় প্রতিবছর ৮ ই মার্চ এই নারী দিবস পালন করা হয়। এই দিনটি উপলক্ষ্যে নারীদের মর্যাদা ও তাদের প্রতি মানুষের যে চিন্তা ভাবনা তা পরিবর্তনের মূল লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। আমাদের চারপাশে নারীদের প্রচুর অবদান রয়েছে তার সাথে অন্য কিছুর তুলনা চলে না। কিন্তু আমাদের সমাজে এখনো নারীদের সঠিক মূল্যায়ন করা হয় না। আজও আমাদের সমাজে নারীদেরকে হীন চোখে দেখা হয়। আজ ও নারীরা পুরুষের হাতে নির্যাতিত। আবার দেখ সেই পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছে। তাই ভাবলাম এই দিনে নারীদের নিয়ে কিছু লিখবো না তাই কি করে । তাই ঝটপট করেই কবিতাটি লিখে ফেললাম। সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার আশা করছি। আশা করি, আপনাদের কবিতাটি ভালো লাগবে।

IMG-20230308-WA0000.jpg

নারীর জয়গান

হে নারী,
তোমার হাতে বিশ্ব সাজে,নানা সুর নিয়ে আর ছন্দ।
মনের গহীনে হাজার স্বপ্ন,সাজিয়ে পেয়েছো আনন্দ।
নারী হয়েই এসেছো তাই বিশ্ব ভূবন আজ ধন্য,
শত শত সৃষ্টি, বিকশিত শুধু তোমারই প্রেমের জন্য।
তুমিতো কন্যা,প্রেমের বন্যা, আদরের জননী মাতা,
তুমি সঙ্গিনী, স্বপ্ন রমনী গড়বে বিশ্ব পাঠিয়েছে বিধাতা।
নয়তো অবলা, নয়তো অসহায়, তুমি তো মা জননী,
তোমার সৃষ্টিতে জগত সৃষ্টি সাক্ষ্য আছে হাজার কাহিনী।

সারা বিশ্বের কল্যাণকর যা কিছু মহীয়ান,
পুরুষের সাথে সাথে আছে নারীদের অবদান।
করছে সংগ্রাম দেশহিতে অস্ত্রধরী নিজ হাতে,
সমান তালে যুদ্ধ করেছে নারী পুরুষের সাথে সাথে।
গৃহকোণে বন্ধি নয় তারা উঠিতেছে সে পর্বতের চূড়ায়,
নারী জয়গান দিকে দিকে আজি সারা বিশ্ব জুড়ে
উঠিছে ভূধরে ভাসিছে সাগরে শূন্যে উড়িছে বিমান,
করিছে সংগ্রাম শত্রুর সাথে নারীরা চালিয়েছে কামান।
শৌর্য বীর্যে জ্ঞান-গরিমায় সর্বদা নারীর জয়গান।
জাগছে অভয়া শক্তি মায়েরা নাহি ভয় নাহি ভয়,
এসো মা কল্যাণী জগত জননী তুমি মা কল্যাণময়ী।
তুমি মা শক্তি মায়ের জাতি হও মা গো বিশ্ব জয়ী,

স্তব্ধ হবে জাতি, আসবে অধিক ক্ষতি, না হয় যদি নারী,
তোমার প্রেমে বিশ্ব সাজে, বিশ্ব আজ শুধু তোমারি।
কবিতার পাতায় কবি আমি গাই নারীদের জয়গান,
বিশ্ব নারী দিবসে জানাই তাদের শ্রদ্ধা ও সম্মান।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate 2

Upvoted! Thank you for supporting witness @jswit.

স্তব্ধ হবে জাতি, আসবে অধিক ক্ষতি, না হয় যদি নারী,
তোমার প্রেমে বিশ্ব সাজে, বিশ্ব আজ শুধু তোমারি।
কবিতার পাতায় কবি আমি গাই নারীদের জয়গান,
বিশ্ব নারী দিবসে জানাই তাদের শ্রদ্ধা ও সম্মান।

প্রথমেই নারী দিবস শুভেচ্ছা। নারী দিবস উপলক্ষ্যে বৌদি আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। আমার পক্ষ থেকে বিশ্ব নারী দিবসে জানাই তাদের শ্রদ্ধা ও সম্মান। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনার এত চমৎকার একটি কবিতা আমাকে পুলকিত করেছে।সত্যি দিদিমণি অসাধারণ কবিতা লিখেছেন আপনি কবিতাটি প্রায় কয়েক বার পড়লাম আমার কাছে দারুন লেগেছে।
বিশ্ব নারী দিবসের অনেক শুভেচ্ছা আপনাকেও।♥♥

প্রথমে নারী দিবসের শুভেচ্ছা জানায়। আন্তরিক নারী দিবস উপলক্ষে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনাকে কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। নারী দিবস সম্পর্কে আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। কবিতার প্রত্যেকটা লাইন খুবই চমৎকারভাবে আপনি ফুটিয়ে তুলেছেন নারীদের সম্পর্কে। এই নারীদেরকে শ্রদ্ধা ও সম্মান যানায়। আপনার জন্য শুভকামনা রইল বৌদি।

নারী দিবস উপলক্ষ্যে নারীর জয়গান কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে।আপনার কবিতার মাধ্যমে নারীর অধিকারের বিষয়টি ফুটে ওঠে।কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

'নারীর জায়গান' অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। আমাদের সমাজ এবং জাতি গঠনে নারীদের ভূমিকা যে অপরিসীম, নারী যে সৌন্দর্যের প্রতীক, নারী যে বিশুদ্ধ প্রেমের উৎস, নারী যে শক্তি উৎস এবং নারী ছাড়া যে বিশ্ব পুরো শূন্য সেই বিষয়টি আপনি আপনার কবিতায় অতি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার কবিতায় কাজী নজরুলের বিদ্রোহ কবিতার গন্ধ পেলাম দিদি! অনেক ভালো লেগেছে কবিতাটি! নারীরা আজ পুরুষের কাধেঁ কাধ মিলিয়ে সমানতালে এগিয়ে যাচ্ছে। এখন কেউ বসে নেই! নারীর হাত ধরেই আগামীর বিশ্ব হবে সুন্দর ও রঙিন। আপনাকে নারী দিবসের শুভেচ্ছা দিদি 💟🍀

নারী দিবস উপলক্ষ্যে খুব চমৎকার একটি কবিতা উপস্থাপন করেছেন বৌদি। আসলে নারী জাতি হলো মায়ের জাতি এবং মা জাতির সম্মান হলো সর্বোঊর্ধ্বে। অনেক অনেক ধন্যবাদ বৌদি খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করি।